এনএফবি, মুর্শিদাবাদঃ
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। আতঙ্কিত চিকিৎসাধীন রোগী থেকে স্বাস্থ্য কর্মীরা। খবর যায় স্থানীয় থানায়। থানার সাব ইনস্পেক্টর দীপক কুমার দাসের উদ্যোগী হয়। তিনি এলাকার তৃণমূল কর্মী রাজুকে সঙ্গে করে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন। অবশেষে বিশালাকৃতির বিষধর সেই সাপ জলের ট্যাবে বন্দি করা হয়। ঘটনাটি ঘটেছে সুতি-১ নং ব্লকের বহুতালী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
রবিবার সকালে সাপটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূল কর্মীর এই উদ্যোগের প্রশাংসায় পঞ্চমুখ প্রশাসন থেকে বাসিন্দারা।