রাজ্যলেটেস্ট

মুখ্যমন্ত্রীর সফরের আগে পৃথক রাজ্যের দাবি তুলে কেএলও প্রধানের ভিডিও বার্তা, চাঞ্চল্য

এনএফবি, আলিপুরদুয়ারঃ

মঙ্গলবার আলিপুরদুয়ারে কর্মীসভায় আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক কর্মী সভার পর বুধবার কালচিনি ব্লকের সুভাসিনী চা বাগানে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী এই সফরের ঠিক একদিন আগেই কেএলও সুপ্রিমো জীবন সিংহের ভিডিও এবং হুঁশিয়ারি বার্তায় যথেষ্টই আলোড়ন পড়েছে প্রশাসনিক মহলে।

রবিবার সংবাদমাধ্যমের হাতে আসা ভিডিয়ো বার্তায় জীবন সিংহ পরিষ্কার বলেছেন “নিশীথ প্রামানিক, জন বারলা ও জয়ন্ত রায় তাঁদের জন্যই আলাদা রাজ্যের দাবি তুলেছেন। তাই সমস্ত কোচ বা রাজবংশী সম্প্রদায়ের উচিত তাঁদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাওয়ার।” জীবন সিংহ তাঁর ভিডিয়ো বার্তায় গলা চড়িয়ে বলেছেন “পশ্চিমবঙ্গ সরকার তাঁদের উপর অন্যায় করছেন।” জীবন সিংহ তাঁর সম্প্রদায়ের লোকদেরকে ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। ভিডিও বার্তাটিতে বার বার জীবন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে গিয়েছেন। আবার ভিডিয়ো বার্তাটির শেষ পর্বে এসে সুর অনেকটাই নরম করে জীবন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন “আপনি যদি আমাদের পৃথক রাজ্যের দাবি মেনে নেন, তবে আমরা কৃতজ্ঞতার সঙ্গে আপনার উপর ফুল বর্ষণ করবো।” মুখ্যমন্ত্রী সফরের প্রাক মুহূর্তে জীবন সিংয়ের এই ভিডিও বার্তায় অস্বস্তিতে জেলা প্রশাসন। এনিয়ে মুখ খুলতে চাননি জেলা পুলিশের কেউই।

তবে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে অসম-বাংলা সীমানার বারোবিশা এলাকায় দেখা গেছে পুলিশি তৎপরতা।

YouTube player