ক্রীড়া

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে পারলেন না বিরাট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জল্পনাটা সোমবার রাত থেকেই শুরু হয়েছিল। অপেক্ষাটা ছিল মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ ঘোষণার। সেখানেই সরকারীভাবে বিরাট কোহলির প্রথম একদিনের ম্যাচে না থাকার কথা জানিয়ে দেওয়া হল টিম ম্যানেজমেন্টের তরফে। তাঁর চোট নিয়ে গতকাল থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। আর সেজন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। চোটের কথা মাথায় রেখে বিরাট কোহলিকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের হয়ে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে বিরাট কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। একের পর এক ম্যাচে শুধুই ব্যর্থতা বিরাট কোহলির নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য প্রথম একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদিও তাঁর চোট কোথায় রয়েছে তা অবশ্য ভারতীয় দলের তরফে জানানো হয়নি। তাঁর জায়গায় এই ম্যাচে দলে এসেছেন শ্রেয়স আইয়ার।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।