ক্রীড়া

আমি তো বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, আর বাকিরা! নাম না করে সৌরভকে খোঁচা বিরাটের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

সৌরভ বনাম বিরাট লড়াই জিতে নিলেন বিরাট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লী ক্যাপিটালসকে শনিবার ২৩ রানে হারায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর। ব্যাট হাতে ৩৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন বিরাট। ম্যাচ শেষে দিল্লী দলের সবার সঙ্গেই হাত মেলাতে দেখা যায় বিরাট কোহলিকে। কিন্তু দিল্লীর ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি তিনি। আর ম্যাচ শেষে সৌরভকে একপ্রকার খোঁচা দিলেন কিং কোহলি। তিনি বলেন,ক্যাপ্টেন হিসেবে আইসিসি ট্রফি জেতা হয়নি ঠিকই। তবে ক্রিকেটার হিসেবে আমি ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। সেদিক থেকে দেখলে এমন অনেকেই আছে যাঁরা কেরিয়ারে একটাও বিশ্বকাপ জেতেননি।” ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতাতে ভারতকে বড় ভূমিকা নেন বিরাট। আর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া।বিরাট ছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর সৌরভ ক্যাপ্টেন বা অধিনায়ক দুটো ভূমিকাতেই কোনো আইসিসি ট্রফি জেতেননি। ২০২১ সালে সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন অধিনায়ক বিরাটের সঙ্গে সৌরভের ঝামেলা সংবাদমাধ্যমে উঠে আসে। সৌরভ জানান বিরাটকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে সেটা কোহলির সঙ্গে কথা বলে করা হয়। কিন্তু বিরাট সাংবাদিক সম্মেলন করে সেটা অস্বীকার করেন। তারপর থেকেই দুজনের সম্পর্ক ভালো নয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।