ফর্ম ফিরে পেতে অনুষ্কাকে নিয়ে মন্দিরে বিরাট
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
ইন্দোরে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হতাশাজনক পরাজয়ের পরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মধ্য প্রদেশের উজ্জয়িনীর ঐতিহ্যশালী মহাকালেশ্বর মন্দিরে গিয়েছেন। অন্যান্য তীর্থযাত্রীদের সঙ্গে মন্দিরের ভিতরে বসে থাকা দম্পতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার পেয়েছে।
ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিকে প্রায়শই তাঁর স্ত্রীর সঙ্গে ধর্মীয় স্থানে যেতে দেখা যায়। এর আগে ঋষিকেশে বাবা নিব কারোলি বাবার আশ্রমে তাঁরা উপস্থিত ছিলেন। কোহলি ছাড়াও ইন্দোরে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়া তারকা ভারতীয় ওপেনার কেএল রাহুল গত মাসে তাঁর নব-বিবাহিতা স্ত্রী আথিয়া শেট্টির সঙ্গে মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন। মন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্কা বলেছেন, “আমরা এখানে প্রার্থনা করতে এসেছি এবং মহাকালেশ্বর মন্দিরে ভালোভাবে ‘দর্শন’ করেছি।”
কোহলি ও অনুষ্কা কয়েক মাস আগে যখন নৈনিতাল ভ্রমণ করেছিলেন সেই সময়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। পরবর্তীকালে, দুজনেই ঋষিকেশে গিয়েছিলেন এবং স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে তাঁদের দেখা গিয়েছিল। উভয় ক্ষেত্রেই, কোহলিকে খেলা থেকে সাময়িক বিরতি দেওয়া হয়েছিল।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।