এনএফবি, মুর্শিদাবাদঃ
ভারতীয় দলে অশান্তির মেঘ যেন কিছুতেই কাটছেনা। একপ্রকার রোহিত শর্মার ক্যাপ্টেন্সি তে না খেলার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে তে নিজেকে সরিয়ে নিতে বোর্ডকে আবেদন করেছেন বিরাট কোহলি। কারণ হিসেবে বলছেন, নিজের মেয়ের প্রথম জন্মদিনে মেয়ে কে সময় দিতে চান তিনি। কিন্তু এখানেও বিতর্ক, কারণ ১১ই জানুয়ারি বিরাটের মেয়ের প্রথম জন্মদিন। সেদিন থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট। বিরাট যদি সত্যিই মেয়ের জন্মদিনের জন্য ছুটি নিতে চাইতেন তাহলে তৃতীয় টেস্ট থেকে ছুটি নিতেন। যেমনটা মেয়ের জন্মের সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলে দেশে ফিরেছিলেন। কিন্তু কোহলি গোটা একদিনের সিরিজ থেকেই ছুটি নিয়ে বসলেন।