‘সা’- এর ভার্চুয়ালি উদ্বোধন জলপাইগুড়িতে
এনএফবি, জলপাইগুড়িঃ
দীর্ঘ কয়েক বছর পর সোমবার জলপাইগুড়িতে ভার্চুয়ালি উদ্বোধন হল ‘সা’- এর। উদ্বোধনের দিনই উস্কে দিল বেসরকারি হোম থেকে শিশু পাচারের সেই পুরোনো স্মৃতি।
দু হাজার সতেরো সাল সংবাদ মাধ্যম জুড়ে লাগাতার যে খবরটি শিরোনামে ছিলো, তাহল জলপাইগুড়ি ,দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি হোম থেকে শিশু পাচারের অভিযোগ। যা কিনা ইতিমধ্যে বিচারাধীন। এই অভিযোগের অন্যতম অভিযুক্ত চন্দনা চক্রবর্তী আজও রয়েছেন কারাগারের অন্তরালে।

সেই জলপাইগুড়ি জেলাতে সোমবার সরকারি ভাবে চালু হল ‘সা’, স্পেশালাইজড অ্যাডপসন এজেন্সি। জেলা শহরে অবস্থিত রাজ্য সমাজ কল্যাণ দপ্তরের করোক হোমে এই সা কেন্দ্রটির ভার্চুয়ালি উদ্বোধন করেন সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী শশী পাজা। ছয় বছর বয়স অবধি সর্বমোট কুড়ি জন বাচ্চার থাকার ব্যবস্থা রয়েছে এখানে বলে জানাযায়। ছোটদের জন্য এখানে রয়েছে খেলাধুলোর নির্দিষ্ট জায়গা, ব্যবস্থা করা হয়েছে এক সেবিকারও। এই কেন্দ্রের মাধ্যমে দত্তক নিতে ইচ্ছুক দম্পতিরা আবেদন করে সরকারি নিয়মনীতি মেনে সন্তান নিতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা।
[:en] [:]