জেলা

ভোট সৌজন্যতার নজির তমলুকে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

নির্বাচন মানে অশান্তি, মারপিট, বুথ দখল, ছাপ্পা সহ একাধিক অভিযোগ ওঠে প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে ।

তবে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেখা গেলো এক অন্য ছবি। এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী, বিজেপি ও সিপি আই এম প্রার্থী এক সাথে বুথের সামনে চা পান থেকে শুরু করে গল্প গুজবের আড্ডায় ভোট পরিচালনা করছে। এই সৌজন্যতা দেখে ভোটারও ভীষণ খুশি।

১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মিশ্র, বিজেপির প্রার্থী জয়া দাস নায়েক এবং সিপিএম প্রার্থী অমলেন্দু মহাপাত্র দাঁড়িয়েছেন। যেখানে ভোট কে কেন্দ্র করে হানাহানি, গন্ডগোল, সেখানে তমলুকের গগনাঘাট বিপ্লবী সুরেন্দ্র রক্ষিত প্রাথমিক বিদ্যালয়ের ভেটকেন্দ্রের ছবি একে বারে বিপরীত। এই সম্পর্কে তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মিশ্র বলেন, বিভিন্ন সময়ে আমরা অশান্তির ছবি দেখতে পাই নির্বাচনে, তবে গণতন্ত্রে মানুষই শেষ কথা ৷ তাই সেই গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখেছি ৷ মানুষ মানুষের ভোট দানের মধ্য দিয়ে তার পছন্দের প্রার্থীকে জেতাবেন, তাই আমরা হানাহানি ছেড়ে একই ফ্রেমে তিন প্রার্থী উপস্থিত হয়েছি ৷ অন্য দিকে সিপিএম প্রার্থী জানান ভোট মানে হচ্ছে প্রতিবাদ, মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী জানান মানুষই শেষ কথা ৷

সব মিলিয়ে জম জমাট পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভোট পর্ব।

YouTube player