রাজ্যলেটেস্ট

বিজেপি কর্মীদের আটকাতে জল কামান কাঁদানে গ্যাস নিক্ষেপ

এনএফবি, কলকাতাঃ

নবান্ন অভিযান শুরুর আগেই গ্রেফতার করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ফলে তাঁকে ছাড়াই নবান্নের দিকে এগোতে শুরু করল বিজেপির মিছিল। হাওড়া থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয় এদিন। অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নবান্ন অভিমুখে অগ্রসর হতে শুরু করে সেই মিছিল। যদিও তাঁদের পালটা মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশও। জলকামান, কাঁদানে গ্যাস প্রস্তুত রাখা হয়েছে। নবান্নকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। কোনওভাবেই যাতে বিজেপির মিছিল রাজ্যের প্রশাসনিক ভবনের দিকে এগোতে না পারে তার জন্য বজ্র আঁটুনি পুলিশের।

ব্যারিকেডে আটকে শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর এদিন সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই তাঁকে আটক করা হয়। ফলে বিকল্প হিসেবে দল বেছে নেয় সৌমিত্র খাঁকে। তিনিই ওই মিছিলটির নেতৃত্ব দেন। এই মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ইতিমধ্যেই পুলিশের ধস্তাধস্তি বেধে গিয়েছে। গার্ডরেল ভাঙা এবং টপকানোর চেষ্টা করেন একাধিক গেরুয়া কর্মী। আর তারপরই তাদের দিকে কাঁদানে গ্যাস, জল কামান নিক্ষেপ শুরু হয়ে যায় পুলিশের ৷