ক্রীড়া

দেশের হয়ে অভিষেকের আগে অধিনায়ক সৌরভ কী বলেন পার্থিবকে জানেন!

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে টেস্টে অভিষেক করে চমকে দিয়েছিলেন উইকেট রক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল । ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজে অভিষেক হয়েছিল তাঁর। সেই ঐতিহাসিক অভিষেকের পর কেটে গেছে ২০ বছর। পার্থিব প্যাটেলের টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত না হলেও ইতিহাস এখনও তাঁর মনে গেঁথে আছে। এবার ফের এক সাক্ষাৎকারে তাঁর টেস্টে অভিষেকের ঘটনা সামনে আনলেন।২০০২ সালের আগস্ট মাসে নাসির হুসেনের ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। সেই ঘটনা বলতে গিয়ে পার্থিব জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় তৎকালীন অধিনায়ক তাঁকে প্রথম একাদশে খেলার কথা জানান। যদিও প্রথম টেস্টে সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে আট বল খেলে শূন্য রানে আউট হন। স্টিভ হার্মিসনের বলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯ রান করেন।একটি অডিও চ্যাটরুমে পার্থিব প্যাটেল বলেন, “আমার মনে আছে, সৌরভ গঙ্গোপাধ্যায় আমার কাছে আসেন এবং বলেন যে তুমি টেস্ট ম্যাচ খেলবে। আমার কাছে তখন নার্ভাস হওয়ার মত সময় ছিল না। ১৭ বছপ বয়সে নার্ভাস হওয়ার বেশি কিছু ভাবা যায় না। কারণ তখন মনে বেশি কিছু চলে না।”এই সাক্ষাৎকারে পার্থিব প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেডেনের সঙ্গে তাঁর ঝগড়া নিয়ে কথা বলেন। ব্রিসবেনের গাব্বায় হওয়া একটি ম্যাচে এই দুজনের মধ্যে ঝগড়া হয়। তবে সেটা তারপর আর টানা হয়নি। বর্তমানে দুজনের সম্পর্ক ভালো। পার্থিব বলেন, “এটা খুব ভালো অভিজ্ঞতা ছিল যে ম্যাথু হেডেনের মত একজন মানুষকে আমি জানতে পেরেছি। উনি শুধুমাত্র আমার বিপক্ষ ছিলেন না।”দেশের হয়ে পার্থিব প্যাটেল ২৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। করেছিলেন ৯৩৪ রান। ৬টা অর্ধশতরান রয়েছে তাঁর। মাত্র ১৭ বছর বয়সে অভিষেক করলেও পর্যাপ্ত সুযোগ পাননি তিনি। ক্যারিয়ারের অধিকাংশ সময় দ্বিতীয় সারির উইকেটরক্ষক হিসেবে কেটেছে। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও তা মেলে ধরতে পারেননি তিনি। অবশেষে ২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন পার্থিব।