ক্রীড়া

হায়দরাবাদ ম্যাচের আগে কী টিপস দেন সচিন! জানালেন অর্জুন

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

শেষ ওভারে বল করে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে বড় ভূমিকা নেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। আর মুম্বইকে জিতিয়ে খুশি অর্জুন। এদিন আবার উইকেটও পান সচিন পুত্র। অর্জুন যখন ভুবনেশ্বর কুমারকে আউট করলেন, তখন মুম্বই ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন সচিন।

আসলে ডাগআউটে অর্জুনের খেলার সময় সচিন থাকলে ফোকাস নড়তে পারে সেই কারণে ড্রেসিংরুমে চলে যান মাস্টার ব্লাস্টার। এদিন মুম্বই জিতিয়ে অর্জুন বললেন, ‘‌বাবার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। খেলার আগে পরিকল্পনা করেছিলাম বাবার সঙ্গে। বাবা বলেছিলেন, প্রতি ম্যাচে যেটা করছ, সেটাই করে যাও।’‌ এরপরই অর্জুনের সংযোজন, ‘‌সঠিক লেংথে বলটা রেখেছি। সঙ্গে সুইংও পেয়েছি।’‌ আইপিএলে প্রথম উইকেট পেয়ে আপ্লুত অর্জুন বলে গেলেন, ‘‌প্রথম আইপিএল উইকেট। আনন্দটা একটু বেশিই হয়েছে। আমি শুধু পরিকল্পনা করে বল করেছি। অফস্টাম্পের একটু বাইরে বল রাখতে চেয়েছিলাম। যাতে সহজে প্রতিপক্ষ বাউন্ডারি না পায়।’‌