রাজ্যলেটেস্ট

আপনার মায়ের যদি সেই অবস্থা হতো কী হতো?- মেজাজ হারিয়ে সাংবাদিককে প্রতিক্রিয়া ফিরহাদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

সাংবাদিকের প্রশ্ন শেষ করার আগেই প্রতিক্রিয়া রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের। উত্তর শুনেই বোঝা যাচ্ছে মেজাজ হারিয়েছেন তিনি।

রবিবার বহরমপুরে অনুষ্ঠিত অল ইণ্ডিয়া ইমাম মুয়াজ্জিন কমিটির এক কনভেনশন যোগ দেন কলকাতার মেয়র। এ দিনের কনভেনশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। ট্রেন দুর্ঘটনা থেকে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর প্রতিক্রিয়া জানান। তাল কাটলো হঠাৎ ‘লিপস এন্ড বাউন্স’ বিষয়ক প্রশ্নে। প্রশ্ন শুরু করতে প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী প্রশ্নকারী সাংবাদিককে বলেন, আপনি কেন বাঙালি মারা গেছে ভালো লাগছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন লাগবে? কেন এটা নিয়ে এখন দুঃখপ্রকাশ হবে না? যে মা গুলো এখন কাঁদছে তার পাশে দাঁড়াবেন না, এখন আপনার লিপস অ্যান্ড বাউন্স দরকার হয়ে গেছে? সেই মায়ের দরকার নেই? একইসঙ্গে কলকাতার মেয়র সরাসরি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, আপনার মায়ের যদি সেই দশা হতো কী হতো?

YouTube player