অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
লোকেশ রাহুলকে দলে রাখেনি পাঞ্জাব কিংস। আর এরপরেই ভাবা হয় যে রাহুলকে হয়তো পাঞ্জাব দল থেকে বাদ দেওয়া হয়। কিন্তু না অধিনায়ক তথা সর্বোচ্চ আইপিএলের রান সংগ্রাহক রাহুলকে বাদ দেয় নি পাঞ্জাব। সেই কথা জানালেন, দলের কোচ অনিল কুম্বলে। এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন, আমাদের জন্য রাহুলের পরিস্থিতিটা সবথেকে চ্যালেঞ্জিং ছিল। ওকে নিঃসন্দেহে আমরা রিটেন করতে চেয়েছিলাম। এই কারণেই তো দুই বছর আগে অধিনায়ক করা হয় রাহুলকে, যাতে ওকে কেন্দ্র করে আমরা নিজেদের দল সাজাতে পারি। তবে ও নিলামে উঠতে ইচ্ছুক ছিল এবং আমরা ওর সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। এটা সকল খেলোয়াড়দের নিজস্ব অধিকার। আমরা আশা করছি ভালো দল তৈরি করতে পারবো আগামী আইপিএলে।