ক্রীড়া

কেন বলা হবে ব্রাজিল-আর্জেন্টিনা থেকে কোচ আনা হবে আমাদের কোচেরা কেন ব্রাজিল -আর্জেন্টিনায় কোচিং করাতে যাবে না :কল্যাণ

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। আর হটশিটে বসার এক সপ্তাহর পরে ফিরে এলেন নিজের শহর কলকাতায়।

তিনি ফিরে এসে সামনে আনলেন একাধিক পরিকল্পনা ভারতীয় ফুটবলের জন্য। মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন ফেডারেশন সভাপতি। ভারতীয় ফুটবলে সন্তোষ ট্রফির যেমন মান পড়ে গিয়েছে তেমনই একাধিক টুর্নামেন্ট বন্ধ হয়ে পড়ে আছে। কল্যাণ জানালেন,যে টুর্নামেন্ট গুলো সবাই খেলে আমরা সবাই বড় হয়েছি সেগুলো আবার ফিরিয়ে আনা হবে তার ১০০ দিনের রোড ম্যাপে সেটা প্রাধান্য পাবে। ভারতে নানা ভাষা নানা বর্ণ সন্তোষ ট্রফির মতো টুর্নামেন্টকে তুলে ধরে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’বিশ্ব তে টিকা তৈরী থেকে সবকিছুতে ভারত প্রথম। ইউক্রেনে যুদ্ধ তে আমরা সাহায্য করি। ফুটবলে কেন হবে না। কেন সবাই প্রশ্ন করবে ব্রাজিল থেকে কোচ আসবে না আর্জেন্টিনা থেকে উল্টো কেন হবে না আমাদের কোচেরা কেন অন্য দেশে যাবে না কোচিং করাতে।বিশ্বের বাকি দেশগুলো যদি প্রযুক্তির দিকে এগিয়ে থাকে তাহলে ভারতীয় ফুটবল কেন পিছিয়ে থাকবে। অনেক শুনেছি খাতায় কলমে বেবি লিগের কথা। সারা ভারতে ১৬ লাখ স্কুল আছে সেই মাঠ গুলো কেন পাওয়া যাবে না। একাডেমি তৈরী করে সময় নষ্ট করা হবে স্কুল মাঠ গুলোকে কেন কাজে লাগানো হবে না! আমাদের পরিকল্পনায় সেগুলো থাকবে।’