জয়ী রিয়েল কাশ্মীর

shield

অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ

জয় দিয়ে আইএফএ শিল্ড শুরু করল রিয়েল কাশ্মীর। বুধবার, ইস্টবেঙ্গল মাঠে ইন্ডিয়ান আ্যারোসকে ৩-০ গোলে হারাল তারা। গোলদাতা গঞ্জালেজ মুনোজ ও চন্দ্রকান্ত শিরোদকার, খানজেন তোহি সিং। দুটি গোল হয় প্রথমার্ধে। তৃতীয় গোলটি হয় শেষ মুহূর্তে। ম্যাচের শুরু থেকেই কাশ্মীরের ফুটবলাররা বল দখলে রেখেছিলেন। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্ডিয়ান অ্যারোস। কিন্তু কোনও সময়ের জন্যই রিয়েল কাশ্মীরকে ছাপিয়ে যেতে পারেনি তারা। আজকের ম্যাচে কোনও দলই তেমন দাগ কাটতে পারেনি।