স্থানীয়

মাথাভাঙ্গায় বাড়ির সামনে জঞ্জাল ফেলার প্রতিবাদ করায় নিগৃহীত মহিলা

এনএফবি, কোচবিহারঃ

বাড়ির সামনে জঞ্জাল ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর হাতে নিগৃহীত হওয়ার অভিযোগ তুলে এবার মহকুমা শাসকের দ্বারস্থ হলেন এক মহিলা। আজ মাথাভাঙ্গা মহকুমা শাসকের দফতরে অন্যান্য প্রতিবেশীদের নিয়ে হাজির হন ওই মহিলা। পরে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেওয়া হয় ওই মহিলার পক্ষ থেকে।
আক্রান্ত ওই মহিলার নাম ঝর্ণা রাজবংশী। তিনি মাথাভাঙ্গা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঝর্ণা দেবীর অভিযোগ, তাঁর দুই প্রতিবেশী অজয় সরকার ও সুজয় সরকার তাঁদের বাড়ির সামনে প্রতিনিয়ত আবর্জনা ফেলে যাচ্ছিল। একদিন তাঁর স্বামী জঞ্জাল ফেলা নিয়ে প্রতিবাদ করলে তাঁকে মারধোর করতে শুরু করে ওই দুই অভিযুক্ত। এরপরেই ঝর্ণা দেবী স্বামীকে বাঁচাতে সেখানে ছুটে যান। কিন্তু স্বামীর সাথে সাথে তাঁর উপরেও ওই প্রতিবেশীরা চড়াও হয় বলে অভিযোগ। ঝর্ণা দেবী বলেন, “আমাকে মারধোর করার পাশাপাশি আমার শাড়ি ব্লাউজ টেনে ছিঁড়ে দেওয়া হয়। এনিয়ে ইতিমধ্যেই থানাতেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি এদিন মহকুমা শাসকের কাছেও লিখিত ভাবে জানিয়ে ঘটনার জন্য সুবিচারের প্রার্থনা করা হয়েছে।” ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কবিতা রায় বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।