ক্রীড়া

বক্সিং-এ মহিলাদের জয়জয়কার

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

বক্সিংয়ে মেয়েদের জয়জয়কার। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি সোনা পেল ভারত। শনিবার সোনা পেয়েছিলেন নিতু ঘানঘাস ও সুইটি বুরা। রবিবার প্রথম সোনা জেতেন নিখাত জারিন। এরপর দেশকে চতুর্থ সোনা এনে দিলেন লাভলিনা বর্গোহাইন। এদিন ৭৫ কেজি বিভাগের ফাইনালে অস্ট্রেলিয়ার কেইটলিন অ্যান পার্কারকে উড়িয়ে দিলেন লাভলিনা।

অসমের এই বক্সারের পক্ষে ম্যাচের ফল ৫-২। টোকিও অলিম্পিক্সে ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন লাভলিনা। ২০১৮ ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন এই বক্সার। ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন লাভলিনা। ২০১৭ ও ২০২১ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন তিনি। এবার সোনা জিতলেন লাভলিনা।অন্যদিকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে ভিয়েতনামের নগুয়েন থি তামকে উড়িয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে জীবনের দ্বিতীয় সোনা তুলে নিলেন নিখাত জারিন। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দুটি সোনা জিতলেন। মেরি কম জিতেছেন ৬টি সোনা।এদিন লড়াইয়ের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন নিখাত জারিন। প্রথম রাউন্ডে নগুয়েন থি তামকে একেবারে দাঁড়াতেই দেননি। একের পর এক পাঞ্চে বাজিমাত করে যান। প্রথম রাউন্ডে ৫–০ ব্যবধানে জয়লাভ করেন নিখাত। দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে লড়াইয়ে ফিরে আসেন ভিয়েতনামের বক্সার। দুর্দান্ত লড়াই হয়। শেষ পর্যন্ত নগুয়েন থি তাম ৩-২ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।