ক্রীড়া

সবসময় তুমি বনাম তুমিই থাকো

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ব্যাট হাতে আড়াই বছরের ওপর কোনো সেঞ্চুরি নেই৷ নিজের চাপ কমাতে ক্যাপ্টেন্সিও ছেড়েছেন বিরাট কোহলি৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও চলছিল ঠান্ডা লড়াই৷ রবিবার বিরাট একটা ছবি টুইট করেন, বিরাটকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। একেবারে প্রতিজ্ঞাবদ্ধ চোখ এবং চোয়াল চাপা ভঙ্গিমায় আয়নার দিকে তাকিয়ে আছেন বিরাট। সঙ্গে লিখেছেন, ‘সবসময় তুমি বনাম তুমিই থাকো।’ গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে কোহলি জানিয়ে দিয়েছিলেন, তিনি আর টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব করবেন না। তারপরেই একদিনের ক্রিকেট থেকেও কোহলির অধিনায়কত্ব সরিয়ে দেয় বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু ও সেটায় রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফর্ম্যাটে দু’জন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা। এরপরে বিরাট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কার্যত মিথ্যাবাদী বলে জানান, যে তার ওয়ান ডে ক্যাপ্টেন্সি থাকছে না বারো মিনিট আগে জানতে পারেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরে বিরাট টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে সোশ্যাল নেটওয়ার্কে জানান,“গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি। কিন্তু একটা সময় থেমে যায়। আমার মনে হয়েছে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়। এই জার্নিতে অনেক উত্থান, পতন হয়েছে। কিন্তু কখনই বিশ্বাসের খামতি থাকেনি। যাই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। দলের প্রতি অসৎ হতে পারব না। দীর্ঘ সময় ধরে দেশকে নেতৃত্বদানের সুযোগ দেওয়ায় বিসিসিআইকে ধন্যবাদ জানাই ৷ সবচেয়ে বড় কথা হল আমার সতীর্থরা যে কোনও পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়নি ৷ তোমরা আমার এই জার্নিকে আরও স্মরণীয় করে দিয়েছ৷” বিরাটের ক্যাপ্টেন্সিতে ভারত কোনো আইসিসি ট্রফি না জিতলেও, কোহলিই পরিসংখ্যানের বিচারে ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক৷ তবে এখন দেখার ব্যাটার বিরাট, ক্যাপ্টেন্সির চাপ থেকে মুক্ত হয়ে ফের ব্যাট হাতে