নিখোঁজ নয় খুন হয়েছে যুবক- সাত বছর পর তদন্তে কিনারা, চাঞ্চল্য ডোমকলে
এনএফবি, মুর্শিদাবাদঃ
নিখোঁজ যুবক খুন, সাত বছর পর কিনারা করল পুলিশ। রবিবার ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে সোমবার কোর্টে পাঠলে সাত দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
তারপরেই মঙ্গলবার সকাল থেকে দেহ উদ্ধারের জন্য মাটি খুড়ে কঙ্কাল খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালে ডোমকলের গঙ্গাদাসপাড়ার বালিপাড়ার যুবক রুসপিয়ার মল্লিক ওরফে লালন বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপরে ডোমকল থানায় নিখোঁজ ডাইরি করে নিখোঁজ যুবকের মা ফিরোজা বিবি। পরে সন্দেহের দানা বাঁধে নিখোঁজ যুবকের বৌদি হাসিনা বিবির প্রতি। পরে হাসিনা বিবি এবং সানাউল্লাহ শেখ ওরফে বাজেসের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তদের বাড়ি বালিপাড়া এবং রমনা বসন্তপুর এলাকায়।
এই অভিযোগ, মহকুমা পুলিশ আধিকারিক থেকে জেলা পুলিশ সুপার পর্যন্ত গড়ায়।সেই কেসের তথ্য না পাওয়ায় ব্যার্থ হয় পুলিশ।

পরে ২০২২ সালে পুনঃরায় কেসের তদন্তের জন্য নির্দেশ দেয় আদালত। সেই কেসের তদন্ত শুরু করে গত রবিবার অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে। পুলিশ সূত্রে জানা যায়, তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং আর্থিক লেনদেন ছিল। তবে তাকে খুন করে প্রথমে সেপ্টিক ট্যাঙ্কে রেখে দিলে পরে একটি লেবু বাগানে পুতে রাখে। পুলিশ জানতে পেরেই ঐ জায়গা ঘিরে রাখে। আজ সকাল থেকে কঙ্কাল খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঘটনাস্থলে রয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, মহকুমা পুলিশ আধিকারিক, আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।