এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
অবৈধভাবে গাছ কাটা নিয়ে অতিসক্রিয় ভূমিকা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই অবৈধভাবে গাছ কাটার ঘটনায় পৃথকভাবে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পাশাপাশি অবৈধ কয়েক হাজার গাছও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরের পর জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, গড়বেতা ৩ নম্বর ব্লকের করসা অঞ্চলে অবৈধ গাছ কাটা নিয়ে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্ত প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন গত ২৪ শে মে বনদপ্তর কর্মীদের এবং বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে বৈঠক করা হয়েছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিজ ভূমে যদি গাছ থাকে তাহলে অনুমতি নিতে হবে তা কাটার জন্য। অন্যদিকে অনুমতি থাকা সত্ত্বেও রাত্রে পরিবহণ করা যাবে না গাছ। যদি এরকম ঘটনা ঘটে পুলিশ কড়া পদক্ষেপ নেবে, পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ওই ব্যক্তির বিরুদ্ধে।