এনএফবি, কলকাতাঃ
অবশেষে ১২ ঘণ্টা পর কলকাতার গার্ডেনরিচে নাসির খানের বাড়িতে টাকা গোনা শেষ করলেন ইডি আধিকারিকরা। এখন ও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৮ কোটি টাকা। যা নিয়ে যেতে ২০টি ট্রাঙ্ক ও একটি ট্রাক এনেছেন তদন্তকারীরা। রাত ৮.৩০ মিনিট নাগাদ সেই টাকা ট্রাঙ্কে ভরে নিয়ে যান ইডি আধিকারিকরা।
শনিবার সকালে গার্ডেন রিচে পরিবহণ ব্যবসায়ী নাসির খানের বাড়িতে হানা দেন ইডির গোয়েন্দারা। জানা যায় সেখানে রয়েছে কোটি কোটি টাকা। ব্যাঙ্ক থেকে ৮টি টাকা গোনার যন্ত্র আনা হয় গণনার জন্য। গণনা শুরু হতেই ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে টাকার অংক। রাত ৮টা নাগাদ যখন গণনা শেষ হয়, জানা যায় উদ্ধার হয়েছে ১৮ কোটি টাকা।
ইডি সূত্রে জানা গেছে, ঐ ব্যবসায়ীর বাড়ির দোতলায় বক্স খাটের ভিতরে রাখা ছিল টাকা। অভিযোগ, অনলাইন অ্যাপে প্রতারণায় যুক্ত নাসির খানের ছেলে আমির খান। সেই টাকাই রাখা ছিল বাড়িতে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনলাইন অ্যাপে দেশজুড়ে প্রতারিত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। অভিযোগ জমা পড়েছিল গোটা দেশ জুড়ে। গোয়েন্দাদের দাবি, প্রায় ৭৫ কোটি টাকা সরানো হয়েছিল ই-নাগেটস নামে ওই অ্যাপের মাধ্যমে।
এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তার সদুত্তর দিতে পারেনি নাসির খানের পরিবারের সদস্যরা । তবে পরিবারের কোনও সদস্যকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলেই ইডি সূত্রে জানা গেছে ৷
#WATCH | Kolkata, WB: Stacks of cash amounting to several crores have been recovered from the residence of businessman Nisar Khan during ED’s raid ongoing for several hours pic.twitter.com/o2qXzNSmDR
— ANI (@ANI) September 10, 2022