ফাঁসিদেওয়ায় পিকঅ্যাপ ভ্যান চুরির ঘটনায় ধৃত ২

এনএফবি,শিলিগুড়িঃ

পিকঅ্যাপ ভ্যান চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতদের নাম শেখর শা(২৫),শেখ ফিরোজ(২৩)। শেখর ফাঁসিদেওয়া এবং ফিরোজ নাগরাকাটা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে যে গত ১২ জুলাই ফাঁসিদেওয়ার ঝমকলালজোত থেকে একটি পিকঅ্যাপ ভ্যান চুরি যায়। এরপরেই পিকঅ্যাপের মালিক লিখিত অভিযোগ দায়ের করে ফাঁসিদেওয়া থানায় ৷ পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার রাতে নাগরাকাটা থেকে পিকঅ্যাপ ভ্যান সহ দুজনকে গ্রেফতার করে। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

নিজস্ব চিত্র