এনএফবি, মালদাঃ
মাদক পাচারের অভিযোগে বিজেপির দুই কর্মী গ্রেফতার। কেন্দ্রীয় এজেন্সি এনসিবি রবিবার ভোর রাতে এদের গ্রেফতার করে। আড়াই কেজি আফিম ও হেরোইন প্রস্তুতের সামগ্রী-সহ শশুর ও জামাইকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরোর কলকাতা জোনাল ইউনিট। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত শশুর ও জামাইয়ের নাম ফেকু মন্ডল(৪২)বাড়ি হবিবপুর থানার আইহো গ্রামে ও চন্ডী মন্ডল(২০) চন্ডির বাড়ি কালিয়াচক থানার শ্রীনিবাসপুর। ধৃতরা হবিবপুরের বাসিন্দা।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে ২ কেজি ৬৫০ গ্রাম আফিম, চার কেজি ৩৫০ গ্রাম সোডিয়াম কার্বনেট সহ হিরোইন তৈরির একাধিক কাঁচামাল উদ্ধার হয়েছে। ধৃতদের আজকে মালদহ জেলা আদালতে তোলা হয়।
১৪ জুন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে ফেকু মন্ডল। এনসিবি সাত দিনের জন্যে নিজেদের হেফাজতে চেয়ে মালদহ আদালতে আবেদন করেছে।