এনএফবি,আলিপুরদুয়ারঃ
চিতাবাঘের আক্রমণে ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চেংমারি টারি এলাকায় জখম হয়েছে দুই জন।
জানা গিয়েছে, সোমবার সকালে ওই এলাকায় গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান বলে দাবি তাদের। ওই চিতাবাঘটি স্থানীয় এক পাট ক্ষেতে আশ্রয় নেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা।
স্থানীয় সুত্রে খবর, সোমবার সকালে সংশ্লিষ্ট এলাকার পাট ক্ষেতে কাজ করছিলেন কয়েক জন, হঠাৎই পাট ক্ষেত থেকে চিতাবাঘটি বেড়িয়ে দুজনের উপর আক্রমণ চালায়। আক্রমণে জখম ওই দুই জনকে উদ্ধার করে তড়িঘড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করার হয়। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল। চিতাবাঘটিকে রাতে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হবে বলে জানান দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।