স্থানীয়

ডোমকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম ৬

এনএফবি, মুর্শিদাবাদঃ

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে দুপক্ষের জখম হল ৬ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শিবনগর হাট এলাকায়। জখমদের মধ্যে একপক্ষের পাঁচজন হলেও একপক্ষের একজন জখম হয়েছেন। জখমদের নাম হুমায়ূন কবীর শেখ (৩০), আক্কাশ আলি শেখ (৫০), আবজাল আলি বিশ্বাস (৫৫), গোলাম সারোয়ার (৪৪) ও আবু হানিফ শেখ (২৯)। এদের ডোমকল হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপর পক্ষের আরেকজনের নাম মাইনুল শেখ (৫২)। তার চিকিৎসা চলছে ডোমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে।

নিজস্ব চিত্র

জানা যায়, দিন সাতেক আগে সামীম শেখের স্ত্রী নিরূপা খাতুনের হরিহরপাড়ায় এক দুর্ঘটনায় মৃত্যু হয়। তার সৎকার্য করার পর শ্বশুর বাড়ির লোকেরা বাড়ি ফেরার পথে শীবনগরের বাসিন্দা মাইনুল শেখের সাইকেলে থাকা পাটকাটিতে টোটো গাড়িতে থাকা এক শিশুর চোখে লাগে। তার প্রতিবাদ করলে মাইনুল টোটো চালককে মারধর করে বলে অভিযোগ। তারপরেই গ্রামে উত্তেজনা ছড়ালে থানায় দুপক্ষ বসে মীমাংসা করানো হয়। পরে হঠাৎ শুক্রবার সকালে চায়ের দোকানে বসে দুপক্ষের লোকজনের সামনেই থানার মীমাংসা নিয়ে টিপ্পনি কাটা শুরু হয়। তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় দুপক্ষের ছয়জন জখম হয়। এক পক্ষের মোট পাঁচজন জখম হয়েছে এবং আরেকপক্ষের একজন। তাদের পাঁচজনকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এবং একজন ডোমকল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে দুপক্ষই তৃণমূলের সমর্থক। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে পুলিশ মাইনুল সেখের পক্ষের একজনকে গ্রেফতার করেছে। এলাকায় চলেছে পুলিশি পিকেট।