এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায় ৷ মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ ভস্মীভূত হয়ে যায় সাতটি দোকান ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকান ৷
স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন রাতে এলাকাবাসীরা হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ৷ এরপর খবর দেওয়া হয় দমকলের আধিকারিকদের ৷ দমকলের ১টি ইঞ্জিন এসে স্থানীয় বাসিন্দা ও দমকলের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ৷ তবে কী কারণে এই আগুন লাগলো তার তদন্তপ্রক্রিয়া শুরু করেছে পুলিশ ৷
তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিডিও সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা শহর জুড়ে।