এনএফবি, কলকাতাঃ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। শনিবার বাম ছাত্রযুবদের হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়ার পাঁচলা।
পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় ইঁট বোতল বৃষ্টি। এমনকি পরপর পুলিশের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর চালানো হয়।
উল্টোদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ করে দেওয়া হয় এসপি অফিসের গেট। পথে নেমে ছুটতে দেখা যায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকেও।