আয়ারল্যান্ডের মাটিতে টি২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ২৬ ও ৮ জুন হবে ম্যাচগুলো । ইংল্যান্ড মাঠে সিরিজের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যুব বিশ্বকাপ হওয়ার সময়ই ভারত বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ হওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা । অবশেষে সিলমোহর পড়ে গেল। আইরিশ ক্রিকেট বোর্ড সভাপতির থেকে তখনই এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু বিসিসিআই সেই ম্যাচ খেলার অনুমতি দেবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। বোর্ডের তরফে এখনও পর্যন্ত সেই কথা চূড়ান্ত ভাবে জানানো না হলেও, আইরিশ ক্রিকেট বোর্ড সরকারী শিলমোহর দিয়ে দিয়েছে সেই খবরে। আগামী জুন মাসেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল।যদিও সেই সিরিজে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা খেলবেন কিনা, তা নিয়ে অবশ্য একটা অনিশ্চয়তা রয়েছে। কারণ জুলাইয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। তাই আায়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের পূর্ণশক্তির দল নিয়ে মাঠে না নামারই সম্ভাবনা বেশী। শোনা যাচ্ছে সেই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থদের মতো ভারতীয় দলের নিয়মিত সদস্যদের বিশ্রাম দেওয়া হতে পারে। ইংল্যান্ড সিরিজের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। কারণ জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই বাকি থাকা সেই টেস্ট ম্যাচও খেলার কথা রয়েছে ভারতের। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু এরপরই ভারতীয় শিবিরে করোনা হানা দেয়। তৎকালীন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সহ একের পর এক ভারতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফরা করোনায় আক্রান্ত হন।
শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সিরিজ জয় আর হয়নি। যদিও এই বছরেই সেই শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আর ভারতীয় দলের সবুজ সংকেত পাওয়ার পর আপ্লুত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতি। ২০১৮ সালে শেষবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। চার বছর পর ফের সেখানে নামবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে তারা। ২০১৭ সালে একদিনের ক্রিকেটে এক নম্বরে থাকা দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। এবার ভারতের বিরুদ্ধে খেলবে তারা।
সদ্য ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা নির্ণয় করেছে আয়ারল্যান্ড। তার আগে ভারতের বিরুদ্ধে খেললে তাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করছেন আইরিশ ক্রিকেট বোর্ডের কর্তারা।