ঐতিহাসিক বারোনী মেলা ও সানের সূচনা গৌরীহাটে

এনএফবি,জলপাইগুড়িঃ

ঐতিহাসিক মেলা শুরু হলো জলপাইগুড়ির গৌরীহাটে।করলা নদীর উত্তরমুখীতে শুরু হলো বারোনী মেলা ও সান । করোনাতঙ্ক কাটিয়ে দুই বছর পর ফের শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহাসিক বারোনী মেলা ও সান।

জানা গেছে ,আজ থেকে মোট ছয়দিন চলবে এই মেলা। সান চলবে আজ ও আগামীকাল।বিভিন্ন রকমারী জিনিসের পসরা নিয়ে বসেছে এই মেলা।রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই ঐতিহাসিক মেলায় শামিল হতে । দইচিঁড়া খাবার রীতি রয়েছে এই মেলাতে। স্বভাবতই দীর্ঘ দুবছর পর ঐতিহাসিক মেলা ঘিরে জনগণের আনন্দ সীমাহীন ৷

কৃপানন রায়, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র