এনএফবি, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি সদর হাসপাতালে বুধবার আগুন লেগে যায়। প্রায় দেড় ঘণ্টায় তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
বুধবার দিন জলপাইগুড়ি সদর হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একটা অংশে এই ভয়াবহ আগুন লাগে। প্রথমে সেখানে কর্মরত ডি গ্রুপের একজন কর্মী দেখেন অল্প পরিমাণে আগুন জ্বলছে। তিনি সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নেভাতে সক্ষম হন। এ বিষয়ে দমকল বিভাগের মুখ্য আধিকারিক জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান করা হচ্ছে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে হতাহতের কোনো খবর নেই। এর পাশাপাশি তিনি আরও জানান জলপাইগুড়ি সদর হাসপাতালে অনেক কয়েকটি অগ্নিনির্বাপক যন্ত্র মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই যন্ত্রগুলির জায়গায় অন্য অগ্নিনির্বাপক যন্ত্র লাগাতে হবে এ বিষয়ে তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সাথে কথা বলবেন।
অপরদিকে জলপাইগুড়ির সিএমওএইচ বলেন, “আজকে ছুটির দিন হঠাৎ করে শুনি পাশেই আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকলকে ফোন করে আমাদের কর্মীরা। দমকলের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন যেহেতু নিয়ন্ত্রণে তাই আউটডোর খুলে দেওয়া হয়েছে।” পাশাপাশি জলপাইগুড়ি সদর হাসপাতালের এক কর্মী জানান, তিনি ফট করে আগুনের ফুলকি দেখতে পান তারপর তিনি ইলেকট্রিক বিভাগে যান এবং তার সহকর্মীদের খবর দেন তারপরে আগুন বড় আকার ধারণ করায় সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়েছে।