এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট থানা এলাকায় তৃণমূল নেতা খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি প্রসেনজিৎ মন্ডল ও পরেন বর্মন কে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অ্যাডিশনাল ফাস্ট কোর্টের বিচারক অখিলেশ কুমার পান্ডে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে, অনাদয়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত,২০১৭ সালে ৮ জানুয়ারি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের মালঞ্চার বাসিন্দা তথা অঞ্চলের তৃণমূলের সাধারণ সম্পাদক প্রতুল বর্মনের দেহ উদ্ধার হয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝিগ্রাম এলাকা থেকে। মৃতদেহ যাতে কেও সনাক্ত করতে না পারে সেই কারণে খুন করবার পরে মুখ থেঁতলে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৃত প্রতুল বর্মনের স্ত্রী বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। খুনের ঘটনা সামনে আসতেই জেলা রাজনীতিতে তোলপাড় শুরু হয়। সেই ঘটনাতেই আজ এই রায় দিলেন বিচারক।