এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকার রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিটি ছাত্র-ছাত্রী যাতে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারে সেই লক্ষ্যে প্রতিবছর একজোড়া করে স্কুল ইউনিফর্ম প্রদান করে। এই বছর রাজ্য বিষয়টি একটু অন্যভাবে ভেবেছে। রাজ্যে ছাত্র-ছাত্রীদের এই স্কুল ইউনিফর্ম তৈরীর মধ্য দিয়ে রাজ্যের দরিদ্র স্বনির্ভর দলের মহিলারা যাতে কিছুটা উপকৃত হয় সেই বিষয়টিও ভেবেছে রাজ্য সরকার। সেই কারণে ছাত্র-ছাত্রীদের এই স্কুল ইউনিফর্ম এবার তৈরি করবে স্বনির্ভর দলের মহিলারা।
সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুর এলাকার স্বনির্ভর দলের মহিলারাও বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলের স্কুল ইউনিফর্ম তৈরি করবে। আর সে কারণেই যে সমস্ত স্বনির্ভর দলের মহিলারা সেলাই জানে বা যারা অল্প সেলাই জানে তারা যাতে আরও ভালো মত সেলাই শিখে স্কুল ইউনিফর্ম তৈরি করতে পারে তার উদ্দেশ্যে বালুরঘাট পুরসভার স্বয়ংসিদ্ধা কর্মসূচির মধ্যে দিয়ে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পেয়ে খুশি স্বনির্ভর দলের মহিলারা।