বালুরঘাটে তাইকোন্ডো রেফারি প্রশিক্ষণের কর্মশালার আয়োজন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত একটি জেলা হলেও বিগত কয়েক বছরে এই জেলায় বিভিন্ন খেলাধূলার মান বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন ফুটবল-ক্রিকেটের নতুন নতুন খেলোয়ার উঠে আসছে। অপরদিকে অন্যান্য খেলার দিকেও শুধু খেলোয়াররাই নয় অভিভাবকদেরও ভালোই আগ্রহ দেখা দিয়েছে। তেমনই একটি খেলা হলো তাইকোন্ডো। বিগত পাঁচ বছর ধরে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তাইকোন্ডো আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ।

তবে দক্ষিণ দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে তাইকোন্ডো খেলোয়ারের সংখ্যা বৃদ্ধি পেলেও রেফারিদের সংখ্যা বৃদ্ধি পায়নি ৷ তাই বাইরের রেফারিদের ওপর নির্ভর করেই প্রতিযোগিতার আয়োজন করতে হয় এখানকার সংগঠকদের। সেই কারণে এই অভাব দূর করতে এবার এগিয়ে এলো ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট। বালুরঘাট শহরে উত্তরবঙ্গের তাইকোন্ডো খেলার রেফারিং শেখাতে ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউটের পক্ষ থেকে বালুরঘাট শহরের রেডক্রস বিল্ডিংয়ে ১৪ থেকে ১৬ এপ্রিল রেফারি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে । উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাইকোন্ডো রেফারিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

জানা যায়, এখান থেকে অংশগ্রহণকারীরা রেফারিং প্রশিক্ষণ নিয়ে গোটা দেশে নিজেকে তাইকোন্ডো রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন । প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গ জুড়ে নতুন নতুন তাইকোন্ডো রেফারি তৈরি করতে ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উত্তরবঙ্গের তাইকোন্ডো শিক্ষার্থী তথা কোচেরা।