এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
কালবৈশাখী ঝড় ও বৃষ্টির ফলে ব্যাপক ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায়। মাঠ থেকে ধান একদমই তোলা যাবে না। মাঠের ধান মাঠেই থেকে যাবে এমনটাই আশঙ্কা করছে এলাকায় ধান চাষীরা।
ইতিমধ্যেই গত রবিবার রাতে কালবৈশাখীর ঝড় বৃষ্টির ফলে ধান গাছ মাটির সঙ্গে মিশে গেছে। সেই গাছ কাটতে গেলে ধান সব ঝরে পড়বে। এমনই চিত্র উঠে এলো এগরার এক নম্বর ব্লক জুড়ে। কিছু কাটা ধানের উপর জল দাঁড়িয়ে রয়েছে, সেই ধান গুলোর গ্যাজা বেরিয়ে যাবে। কি ভাবে এই ধান চাষ উদ্ধার করবে সেই নিয়ে চিন্তা করছে, এমন টাই জানান এলাকার চাষীরা। এক বিঘা জমির ধান চাষ করতে ১৫-১৮ হাজার টাকা খরচ হয়। কি করে খরচ তুলবে সেটা ভেবে উঠতে পারছে না।
এই ধান চাষ করে তাদের সংসার চলে এই পরিস্থিতি হলে কি করে সংসার চলবে চিন্তায় পড়েছে চাষীরা। অন্য দিকে এই সম্বন্ধে এগরা ১ ব্লকের ও পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানান, “কয়েক দিন ধরে আবহাওয়া রিপোর্টে খারাপ সম্ভবনা আছে দেখে প্রশাসনিক বৈঠক হয়েছিল এগরা ১ নং ব্লক অফিসে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা কমিটির আলোচনা হয় প্রাকৃতিক দূর্যোগের ক্ষেত্রে সমস্ত টিম প্রস্তুত আছে। চাষের যে ক্ষয়ক্ষতির ব্যাপার রয়েছে সেটা সঠিক তদন্ত করে দেখা হবে।”
তিনি আরও জানান, “যদি সেই রকম খারাপ পরিস্থিতি হয় তা হলে উর্ধ্বতন কতৃপক্ষ কে জানানো হবে।” তবে এই পরিস্থিতিতে সরকারি সাহায্য যদি চাকরি না পায় তাহলে অনেক টাই উপকৃত হবে বলে মনে করছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষীরা।