অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের মাটিতে গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিল নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ প্যাটেল। আর সেই জার্সিটি এবার নিলামে কেন তুললেন!
এদিন ইন্সট্রাগ্রামে আজাজ জানাচ্ছেন, “গত বছর আমাদের মেয়ে অসুস্থ হয়ে নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় আমাকে এবং আমার স্ত্রীকে ওই হাসপাতালে থাকতে হয়। তখন সেখানকার সমস্যাগুলি আমাদের চোখে পড়ে। আর আমরা মনে-মনে ঠিক করি যে এই হাসপাতালের উন্নয়নের জন্য টাকা দান করব। আর সেটার জন্যই এই জার্সিটা নিলাম করছি। এখান থেকে পাওয়া পুরো অর্থ হাসপাতালের উন্নয়নের জন্য দিয়ে দেব।“
জার্সির জন্য সর্বোচ্চ বিড $৬৬০০ লঙ্ঘন করেছে এবং আগামী দিনে আরও বেশী হতে পারে। ১১ই মে নিলামের শেষ দিন। একই সময়ে, এটাও জানা গেছে যে প্যাটেল স্টারশিপ চিলড্রেনস হাসপাতালের জন্য তাঁর জার্সি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সেখানে তার মেয়ের জন্ম হয়েছিল এবং ক্রিকেটার তার বিনিময়ে তাদের কিছু দিতে চেয়েছিলেন।
৩ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত আর ভারতের সব উইকেটই নিজের দখলে নেন আজাজ প্যাটেল। এজন্য ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচ করেন তিনি।
প্যাটেলের অতিমানবীয় বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ম্যাচটা হেরে যায় ৩৭২ রানের বিশাল ব্যবধানে। ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার নজির এর এর আগে শুধুমাত্র আছে ইংল্যান্ডের জিম লেকার এবং ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের ।
১৯৫৬ সালে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন জিম লেকার। সে বার বিপক্ষে ছিল ইয়ান জনসনের অস্ট্রেলিয়া। টেস্টে ইনিংসে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৯৯৯ সালে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন কুম্বলে। বিপক্ষে ছিল ওয়াসিম আক্রমের পাকিস্তান।
উল্লেখ্য, ঐতিহাসিক ম্যাচের পরে অ্যাজাজ সমস্ত ভারতীয় খেলোয়াড়দের দ্বারা স্বাক্ষর করা একটি জার্সি পেয়েছিলেন এবং তিনি এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি আসন্ন যাদুঘরের জন্য একটি জার্সি এবং ম্যাচ বল উপহার দিয়েছিলেন।