অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
করোনার দাপট ধীরে ধীরে কমছে, সেই কারণে ভারতের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে ১০০ শতাংশ দর্শক নিয়ে খেলা হতে পারে। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই । প্রসঙ্গত করোনার দাপট কমতেই আইপিএলে সম্পূর্ণ দর্শক প্রবেশের অনুমতি দেয় । আইপিএল গ্রুপ পর্বে ২৫ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে প্লে-অফে ১০০ শতাংশ দর্শকই ঢুকতে পারবেন কলকাতা এবং আমেদাবাদের স্টেডিয়ামে ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যুব দল হয়তো মাঠে নামবে। কারণ জুলাই মাসে ইংল্যান্ড সিরিজের জন্য সিনিয়রদের বিশ্রাম দেওয়া হতে পারে।
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা। ৯ জুন থেকে শুরু সিরিজ । ম্যাচ গুলো হবে দিল্লি, কটক, বিশাখাপত্তনাম, রাজকোট এবং বেঙ্গালুরুতে। সব ক’টি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। ভারত যখন গত বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজে যায়, লাল এবং সাদা বল, দুটো সিরিজেই হেরে আসে। তাই তাঁদের কাছে বদলার সিরিজ।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজেই ভারতীয় দলের কোচের হটশিটে বসতে চলেছেন এনসিএ প্রধান ভিভিএস লক্ষণ। বোর্ড সূত্রের খবর, ঠাঁসা ক্রীড়াসূচির কথা ভেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। ফলস্বরুপ এই সিরিজে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে ভাবা হচ্ছে লক্ষ্মণের নাম। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
আইপিএল শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরপর সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথমে তাঁরা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-২০ খেলবে ভারতীয় দল। তারপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার কথা। আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টেস্ট ও ৬টি সীমিত ওভারের সিরিজ শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আগামী দু’মাসে ভারতীয় খেলোয়াড় থেকে কোচ ও সাপোর্টিং স্টাফদের প্রচুর চাপে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। বিসিসিআই সূত্রের খবর, এইরকম ঠাসা ক্রীড়াসূচিতে ভারতীয় তারকাদের ফিটনেসের কথা ভেবে একইসঙ্গে দুটি দল খেলানোর কথা ভাবা হয়েছে। সেক্ষেত্রে টিমের সিনিয়র তারকাদের বিশ্রাম দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে বোর্ড। সেই দলেরই দায়িত্ব দেওয়া হতে পারে লক্ষ্মণকে। অপরদিকে, সিনিয়র তারকাদের নিয়ে গড়া দলটি দ্রাবিড়ের অধীনে আগামী মাসে উড়ে যাবে ইংল্যান্ড।