ভারত-বাংলাদেশ সীমান্তে উদযাপিত হলো বাউল উৎসব

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গের কোনায় কোনায় বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখতে পাওয়া যায় । তেমনই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বাউল উৎসব

জানা যায় এই উৎসবটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই হিলি মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।বিগত পঞ্চাশ বছর ধরে হয়ে আসছে এই বিশাল বাউল উৎসব। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের এই উৎসব শুধু হিন্দুদের উৎসবে থেমে নেই।হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মিলেমিশে একাকার হয়ে গেছে এই উৎসবে। বৃহস্পতিবার রাতে এই বাউল উৎসবের শেষ দিনে বেশ কয়েক হাজার মানুষ অন্ন গ্রহণ করেন। জানা যায়, ৫০ তম বর্ষে বিগত তিনদিন ধরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা অংশগ্রহণ করেন।

নিজস্ব চিত্র

কমিটির সদস্যরা বলেন,” এখানে হিন্দু-মুসলমান সকলেই ভাই-ভাই, সকলেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাউল উৎসব করি। ভাইরা না থাকলে এখানে বাউল উৎসব করা সম্ভব হতো না।” এই ভাবেই ভারত-বাংলাদেশের একদম সীমান্তে এই বাউল উৎসব একটি অনন্য নজির তৈরি করেছে।

নিজস্ব চিত্র