সিআরপিএফের সামনে মারব, শুভেন্দুকে হুমকি তৃণমূল নেতার

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

কাঁথিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়াতেই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল৷ সেখান থেকেই শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন, ‘‘আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন৷ কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না৷ আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কতবড় বাপের বেটা দেখব!’’ খানিক থেমে প্রদীপের নিদান, ‘‘এরপরে মাত্রা অতিক্রম করলে সিআরপিএফের সামনে মারব৷ মোদী, শাহ কেউ বাঁচাতে পারবে না৷” কেন এমন হিংস্র পথ বেছে নেওয়া হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রদীপবাবু৷ ‘‘কেউ ইঁট মারলে আমরা রসগোল্লা দিব না, পাল্টা পাথর মারব৷’’- জানিয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি, ‘‘আর নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকব না৷ শুভেন্দু এরপরও মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব৷ কাঁথিতে তোমার ঢোকা হবে না৷ কাঁথি অবরোধ করে রাখব৷” কৈফিয়তের সুরে এরপরই শুভেন্দুকে সরাসরি ‘তুই’ সম্বোধন করে প্রদীপ বলেন, ‘‘১১ বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না৷ ৯০ হাজার কোটি টাকা বকেয়া ৷ আগে সেটা মিটা৷ তারপর বড় বড় কথা বলবি৷ আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে কুৎসার আশ্রয় নিতে হচ্ছে৷ বেশি লাফালাফি করবে না৷ তুমি যে স্কুলের মাস্টার, আমরা সেই একই কারখানার প্রোডাক্ট!’’ স্বাভাবিকভাবে প্রকাশ্যে বিরোধী দলনেতাকে তৃণমূল নেতার এমন হুমকির জেরে কাঁথি শহরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুভেন্দুর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি,” শুভেন্দুদা যে সঠিক পথে আছেন তা এদের গাত্র্য জ্বালা থেকেই বোঝা যাচ্ছে।”

YouTube player