এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
কয়েক দফা দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস। মূলত দাবি গুলি হল দেনান বাজার থেকে কোলাঘাট জল প্রকল্প পর্যন্ত মাষ্টার প্লান করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কংক্রিটের নদীর বাঁধ নির্মাণ করা, কোলাঘাট রেল স্টেশন থেকে কোলাঘাট বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তা সংস্কার,কোলাঘাট জল প্রকল্প অবৈধ ভাবে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ বাতিল করা স্থানীয় বেকার যুবকদের চাকরি, কোলাঘাটে একাধিক ভূয়া ডাক্তার চিহ্নিত করে উপযুক্ত শাস্তি সহ আরও বেশ কিছু দাবি। এইদিন কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের সামনে মূল রাস্তা অবরোধ করে এক ঘন্টা ধরে বিক্ষোভের সামিল হয় তারা, পরে কোলাঘাট থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন বলেন,” আগামী দিনে এই সব দাবি গুলি যদি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।”