এনএফবি, নিউজ ডেস্কঃ
আরবিআই(রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-র ইঙ্গিত সত্যি বলে প্রমাণিত হল। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৪.৪৮ শতাংশ যা নভেম্বরে বেড়ে হয়েছে ৪.৯১ শতাংশ।
ফল, সবজি, খাদ্যশস্য, ডিম দুধ-সহ ভোজ্য তেলের দাম বৃদ্ধির জেরে এই বৃদ্ধি বলে সংখ্যাতত্ত্ব মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নভেম্বরে শুধুমাত্র খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৮৭ শতাংশ, অক্টোবরে যা ছিল ০.৮৫ শতাংশ। শুধুমাত্র ফল বা সবজির দামবৃদ্ধি নয়, পোষাক, জুতো, গৃহস্থালির সামগ্রী ও পরিষেবা, বিনোদন এমনকি শিক্ষাখাতে খরচ বেড়েছে।
Retail inflation inches up to 4.91 pc in Nov compared to 4.48 pc in Oct: Govt data
— Press Trust of India (@PTI_News) December 13, 2021