শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সরব ‘অ্যাম্বুলেন্স দাদা’ 

এনএফবি,জলপাইগুড়িঃ

জলপাইগুড়ির এক অখ্যাত গ্রাম রাজাডাঙার বাসিন্দা করিমুল হক। ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামেই পরিচিত তিনি। পদ্মশ্রী পাওয়ার পরই তাঁর পরিচয় গোটা দেশের মানুষ জানতে পারেন। শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, গ্রেফতার মন্ত্রী। এদের লোভ লালসার জন্যে পিছিয়ে যাচ্ছে বাংলা, মাথা নত হয়ে যাচ্ছে বলেই জানালেন পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হক।

বুধবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন ভবঘুরে দের সঙ্গে দেখা করেন পদ্মশ্রী করিমুল হক। এরপর রাজ্যের শিক্ষা ক্ষেত্রে চলা বর্তমান দুর্নীতি এবং নেতা মন্ত্রীদের তাতে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে রীতিমতো স্তম্ভিত এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সমাজসেবী করিমুল হক রাস্তার মাঝেই বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের ওপর একরাশ অভিমান উগরে দিয়ে বলেন,”শিক্ষায় মানুষের বেঁচে থাকার প্রধান হাতিয়ার, আর এই মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা কিছু দেখছি শুনছি তাতে মাথা হেট্ হয়ে যাচ্ছে। এমন কিছু নেতা মন্ত্রীদের জন্য আজ বাংলা পিছিয়ে যাচ্ছে। এমন কিছু নেতা মন্ত্রীদের লোভ লালসার জন্য আজ যোগ্য প্রার্থীরা শিক্ষা ক্ষেত্রে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে।”

প্রসঙ্গত, একসময় নিজের অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স জোটেনি। বাঁচাতে পারেননি মাকে। অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের মৃত্যু মেনে নিতে পারেননি করিমুল হক। সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন, গাড়ির অভাবে গ্রামের আর কাউকে মরতে দেবেন না। সেই থেকে পথচলা শুরু।

নিজের মোটর সাইকেলকেই এরপর অ্যাম্বুলেন্স বানিয়ে নেন করিমুল হক। চালকের আসনে বসেন তিনি নিজেই। সেই থেকে মালবাজারের কেউ অসুস্থ হয়ে পড়লেই ডাক পড়ে করিমুলের। নতুন নাম হয় ‘অ্যাম্বুল্যান্স দাদা’।

YouTube player