বিদ্যালয় পরিদর্শনে জেলা শাসক

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া তপশিলি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।শনিবার মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে মিড-ডে-মিলের খাবার খেয়ে খাবারের গুণগতমান পরীক্ষা করলেন জেলা শাসক।

এদিন জেলা শাসক বিজিন কৃষ্ণার সাথে হাজির ছিলেন অতিরুক্ত জেলা শাসক তুষার সিংলা,গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমোদ,ব্লকের বিডিও দাওয়া শেরপা সহ অন্যান্যরা। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। যার কারণে পড়াশোনার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে স্কুল পড়ুয়ারা। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই চালু হয়েছে বিদ্যালয়ে পঠনপাঠন।বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ঠিকঠাক চলছে কি না তা খতিয়ে দেখতে বিভিন্ন সময় বিদ্যালয় পরিদর্শনের কাজ শুরু করেছে প্রশাসনিক কর্তারা। সেইমতো শনিবার গঙ্গারামপুর ব্লকের মালিপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করতে আসেন জেলা শাসক। কথা বললেন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে। পাশাপাশি মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। সেখানে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের সাথে কথা বলার পাশাপাশি মিড ডে মিলের খাবার খেয়ে খাবার গুণগতমান খতিয়ে দেখেন জেলা শাসক।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র