আপদকালীন পরিস্থিতি সামাল দিতে খোলা হল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম

এনএফবি,কলকাতাঃ

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে আপদকালীন পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবার ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (West Bengal Power Dept Control Room) চালু করল রাজ্য বিদ্যুৎ দফতর। কোনও এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া, গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের বাসিন্দারা।

সোমবার রাজ্যে বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস । নিম্নচাপ মোকাবিলায় দফতরের কর্মীদের যাবতীয় নির্দেশ দেন মন্ত্রী। আধিকারিকদের সতর্ক থাকার কথা বলেন অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের তরফে কন্ট্রোল রুমের জন্য দু’টি ফোন নম্বর চালু করা হয়েছে। যেগুলি হল- ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪