এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের বাঁপুর গ্রামে বাঁপুর খালের ধারে ধস নামার পর রাস্তায় ফাটল ধরে গেছে। পাকা সেতু ভেঙে রাস্তা চলাচল বন্ধ। এলাকাবাসীর অভিযোগ প্রায় এক মাস আগে বাঁপুর খাল সংস্কার করার সময় খালটিকে গভীর ভাবে খনন করার ফলে খালের পাশে একাধিক জায়গায় ধস ও ফাটল দেখা দিয়েছে।
এই ঘটনায় এলাকাবাসীর আতঙ্ক ছড়ানোর পাশাপাশি ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে । এই পাকা সেতু দিয়ে প্রত্যেক দিন প্রায় ছয়টি গ্রামের প্রায় পাঁচ হাজারের বেশী মানুষ যাতায়াত করেন। এই রাস্তায় ধস নামার ফলে প্রভুত সমস্যার সম্মুখীন হয়েছে এলাকাবাসী ৷ পঞ্চায়েতের তরফে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও কে জানানো হয়েছে ৷ তবে এখনও কোন উদ্যোগ নেওয়ার বিষয় দেখা যায়নি ৷