এনএফবি,স্পোর্টস ডেস্কঃ
তিনি বি সি সি আই সভাপতি কিন্তু ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেউ অস্বীকার করতে পারে না। আর রবিবার হাইভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। ভারতের কিছুটা অ্যাডভান্টেজ কারণ পাকিস্তানের বাঁ হাতি জোরে বোলার শাহিন আফ্রিদি নেই এমনটা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সৌরভ এই বিষয়ের সঙ্গে একমত নন।
এদিন কলকাতার একটি স্বর্ণবিপণীর অনুষ্ঠানে নিজের বিজ্ঞাপন শুটে এসে সৌরভ জানিয়ে গেলেন, একজন বোলার কোনোদিন পার্থক্য গড়ে দিতে পারে না এটা টিম গেম ওদের যেমন আফ্রিদি নেই, তেমন আমাদের বুমরাহ নেই।’ পাকিস্তানের বিরুদ্ধে গত বিশ্বকাপে ভারতের হার নিয়ে সৌরভ জানাচ্ছেন, ১৯৯২ সাল থেকে ভারত পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে খেলছে একবার তো হারবেই। তবে পাকিস্তান ভালো দল বাবর আছে রিজওয়ান আছে। ভারতেও তেমন রোহিত আছে, কোহলি আছে। তাই লড়াই হবে। ২০ ওভারের ক্রিকেটে বলা যায় না কে জিতবে তবে লড়াই হবে এশিয়া কাপে।’আর ভারত পাকিস্তান ম্যাচ আমি ২০১১ বিশ্বকাপ সেমিফাইনাল ২০০৩ সালে সুপার সিক্স ম্যাচ দেখেছি আমার কাছে বাকি খেলা গুলোর মতই মনে হয়েছে আলাদা চাপ থাকে না।বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সৌরভ জানাচ্ছেন, এতো বড়ো প্লেয়ার এতো দিন ধরে খেলছে ভালো খারাপ সব দিকই আসবে। তবে আমি আশাবাদী যে বিরাট খুব তাড়াতাড়ি হারানো ফর্ম ফিরে পাবে।এদিন উঠে এলো ফুটবল প্রসঙ্গও ২ বছর বাদে কলকাতায় ডার্বি ম্যাচ ফিরছে সৌরভ জানাচ্ছেন, ভালো দিক করোনার পরে এতো দিন বাদে কলকাতায় ডার্বি ম্যাচ আসছে ফুটবল সমর্থকদের জন্য।’ ফেডারেশন নির্বাচনে কল্যাণ চৌবের দাঁড়ানো নিয়ে সৌরভ জানাচ্ছেন, ভালো তো ক্রীড়া প্রশাসনে প্লেয়াররা এলে ক্রিকেটে এসেছে ফুটবলে আসছে ভালো দিক।’
যদিও সৌরভ কলকাতা ডার্বির দিন শহরে থাকবেন না এশিয়া কাপের জন্য দুবাইতে থাকবেন।