ডার্বি জয় ভুলে নৌসেনার বিরুদ্ধে বুধবার নামছে এটিকে মোহনবাগান

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহনবাগান। পাশাপাশি শেষ আটে যাওয়ার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বুধবার (৩১ অগস্ট) নেভিকে হারানোর পাশাপাশি রাজস্থান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে জুরান ফেরান্দোর দলকে। সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে সে সব নিয়ে মাথা ঘামাতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ। ডুরান্ড কাপের ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল নেভি। বিপক্ষ দল বিদেশিহীন হলেও, হালকা চোখে দেখতে নারাজ জুয়ান। ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে কুয়ালা লামপুর এফসির বিরুদ্ধে ম্যাচ এটিকে মোহনবাগানের। তার আগে নিজেদের গুছিয়ে নিতে চান বাগান কোচ।

বুধবারের ম্যাচে কার্ড সমস্যায় নেই হুগো বোমাস। অন্যান্য দিন ম্যাচের আগে ক্লোজড ডোর অনুশীলন করলেও, নেভি ম্যাচের আগের দিন বাগান প্র্যাকটিসে অবাধ প্রবেশে ছাড় দেওয়া হয়। নেভির ম্যাচের আগের দিন ফেরান্দো বলেন, “ডার্বি জিতলেও আমাদের দল তৈরির কাজ এখনও বাকি। সেটা চলবে। যে ম্যাচই জিতি, তার পরের প্র্যাকটিস সেশন আর ম্যাচে উন্নতি করাই আমার লক্ষ্য। প্রতিদিন নিজেদের উন্নতি না করলে, সাফল্য ধরে রাখা বেশ কঠিন।

ডার্বির ৪৮ ঘণ্টার মধ্যেই ফের একটা ম্যাচ। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন, “এ রকম আর্দ্রতার মধ্যে এত কম সময়ে খেলাটা বেশ সমস্যার। আমার হাতে ২৫ জন ফুটবলার আছে। দলকে সবাই সাহায্য করতে প্রস্তুত। প্রত্যেকেই মাঠে নিজের একশো শতাংশ দিতে চায়।” তিনি আরও বলেন, “শেষ তিনটি ম্যাচে আমরা প্রচুর গোল মিস করেছি বা অনায়াসে জয় পাইনি বলে চিন্তিত নই। চিন্তিত হতাম যদি দেখতাম, ম্যাচ আমাদের মুঠোয় নেই অথবা গোলের সুযোগ তৈরি করতে পারছি না। সবে সিজন শুরু হয়েছে। ভুল, ত্রুটি শুধরে নিতে প্রস্তুতি চলছে। আশা করছি ক্ষমতার শীর্ষে পৌঁছাবে।”