সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
চার দিনের সফরে ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সোমবার নিউদিল্লী তে এসে পৌঁছেছেন তিনি ৷ আজ রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী তাঁকে স্বাগত জানান ৷উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর ৷
এদিন রাষ্ট্রপতি ভবনে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনা বলেন, “ভারত আমাদের বন্ধু ৷ যখনই ভারতে আসি আমি খুব আনন্দিত বোধ করি , ৭১ -র যুদ্ধে ভারতের সহযোগিতা কখনোই ভোলার নয় ৷ ভারতের সঙ্গে আমাদের বন্ধত্ব পূর্ণ সম্পর্ক এবং সব সময় একে অপরকে সহযোগীতা করার চেষ্টা করি ৷ আমি হিন্দিতে বলার চেষ্টা করলাম ৷ কদিন ভারতে ছিলাম হিন্দি অল্প শিখেছি ৷ আমাদের দেশ এবং পরিবারের তরফ থেকে ভারত কে অনেক শুভেচ্ছা ৷”
হাসিনার এই সফরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে বৈঠক করবেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ৷ তিস্তা জল বন্টন চুক্তির বিষয় ছাড়াও স্থল এবং সামুদ্রিক সীমানা , নিরাপত্তা,দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংস্কৃতিক আদান প্রদান, বৈদেশিক বাণিজ্যর বিষয়েও বিশেষ আলোচনার সম্ভাবনা রয়েছে ৷