এনএফবি, ওয়েব ডেস্কঃ
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন তাঁর ছেলে চার্লস ৷ প্রথাগত ভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া নিয়ম, কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে সত্ত্বর রাজা হিসেবে ঘোষণা করা হল চার্লসের নাম।
দীর্ঘ সময়কাল প্রিন্স চার্লস হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিত ছিলেন তিনি। সিংহাসনের উত্তরাধিকার পরিচয়েই কাটিয়ে দিয়েছেন জীবনের ৭৩টি বছর। মায়ের মৃত্যুতে ব্রিটেনের রাজা হলেন তিনি। এখন থেকে রাজা তৃতীয় চার্লস হিসেবে অভিহিত করা হবে তাঁকে। একই সঙ্গে পরিচয় পাল্টাতে চলেছে, সিংহাসনের পরবর্তী দাবিদার প্রিন্স উইলিয়াম। এতদিন তাঁর নামের পাশে লেখা হত ‘ডিউক অফ কেমব্রিজ’। তাঁর স্ত্রী ক্যাথরিন ওরফে কেট মিডলটনের নামের পাশে লেখা হত ‘ডাচেস অফ কেমব্রিজ’। এ বার তাঁরা চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলার মতো ‘ডিউক অফ কর্নওয়াল’ এবং ‘ডাচেস অফ কর্নওয়াল’ উপাধিতে ভূষিত হবেন। একই সঙ্গে চার্লসের স্ত্রী, ক্যামিলাকে অভিহিত কার হবে ‘কুইন কনসর্ট’ হিসেবে। রাজার স্ত্রীকে এ ভাবেই সম্বোধন করা হয়ে থাকে।
রানির মৃত্যুর পর এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি। তার আগেই যদিও চার্লসকে রাজা ঘোষণা করা হবে। সেন্ট জেমস প্যালেসে, আনুষ্ঠানিক ভাবে সিংহাসনে অভিষেক ঘটবে তাঁর। উপস্থিত থাকবেন পার্লামেন্টের সদস্য এবং কমনওয়েল্থ দেশগুলির হাইকমিশনাররা। এমনিতে ৭০০-র বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিয়ম, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে হাতেগোনা লোকজনকে সঙ্গে নিয়েই রাজা হিসেবে অভিষেক ঘটবে চার্লসের। তবে সশরীরে চার্লসকে উপস্থিত থাকতে হবে না বলেই জানা গেছে ।