তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস কেষ্ট

এনএফবি,কলকাতাঃ

তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেওয়া হল অনুব্রত মণ্ডলকে। মঙ্গলকোটে রাজনৈতিক হিংসার মামলায় কোর্টে স্বস্তি অনুব্রতর। তথ্য প্রমাণের অভাবে খালাস কেষ্ট সহ আরও ১৫ জন।

এমপিএমএলএ আদালতের বাইরে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সৌভিক বাসু ঠাকুর বললেন, ‘সত্যমেব জয়তে…সত্যের জয় হচ্ছে। আমি ক্লায়েন্ট বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। ওঁর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, মঙ্গলকোটে মল্লিকপুর গ্রামে রাজনৈতিক হিংসায় সরাসরি জড়িত ছিলেন। আসলে ওঁর ভাবমূর্তিটা নষ্ট করা চেষ্টা হয়েছিল। এই মামলা থেকে তাঁকে মুক্তি দেওয়া হল।’ সাক্ষীরা সাক্ষ্য দিয়েছিলেন, তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছিল, সব কিছুর ভিত্তিতে এদিন এমপিএমএলএ আদালত অনুব্রত-সহ ১৫ জনকে বেকসুর খালাস করে দেয়।