এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
আগামী নভেম্বর মাসে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে খুশির খবর কলকাতাবাসীর জন্য ৷ কলকাতায় আসতে চলেছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কাফু।
এদিন একটি ভিডিও বার্তায় কাফু নিজেই আসার কথা জানিয়েছেন। কাফুকে আনছেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। যিনি অতীতে দিয়েগো মারাদোনা, পেলে, ভলদেরামাদের কলকাতায় আনেন। এবার আসবেন কাফু ৷ শোনা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর কাফুকে নিয়ে একটা অনুষ্ঠানও হবে। সৌরভ বরাবর ফুটবলের ভক্ত আর কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা। সাম্বা ফুটবলের ভক্ত গোটা কলকাতা জুড়ে আছে ৷
কাফুই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তার মধ্যে ব্রাজিল জিতেছে ২টি বিশ্বকাপে। ২০০২ সালে কাফুর অধিনায়কত্বেই শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। জার্মানিকে ফাইনালে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় সেই সোনায় মোড়া ব্রাজিল দল ৷ এরপর অবসর নেন তিনি ।